প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ
পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিকের বই পাবে শিশুরা
পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের পোশাকেও পরিবর্তন এসেছে। অভিভাবকরাও এখন অনেক সচেতন, আগের তুলনায় এখন ছাত্রছাত্রী ভর্তি এবং ক্লাসে উপস্থিতির হার অনেক বেশি। এটা বর্তমান প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। বুধবার অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সমাবেশে বক্তারা এমন মন্তব্য করেছেন।
সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকা প্রদক্ষিণ করে। বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, হজরত বুলন্দ শাহ কলেজের সহকারী অধ্যাপক দিলশাদ তামিনা মিমি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শাহনেয়াজ খান সিনা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিদ্যালটির প্রধান শিক্ষক মারুফুল হক।
প্রাক প্রাথমিক ও প্রাথমিকে শিশু ভর্তি কার্যক্রম বিষয়ে উদ্ভুদ্ধকরণের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই পোঁছে গেছে, বছরের শুরুতেই সব শিক্ষার্থী নুতন বই হাতে পাবে এবং নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে। এসময় তিনি ৪ প্লাস বয়সী শিশুদের প্রাক প্রাথমিক ও ৬ বছর বয়সী শিশুদের প্রাথমিকের প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত