প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ জব্দ
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। সোমবার ভোরে মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান দুপুর দেড়টায় সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সে, জানায়, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনার তথ্য পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যায়। এ সময় তাদের মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়।
পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে অভিযানে কেউ আটক হয়নি।
৫৩ বিজিবির সিও জানান, দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সীমান্ত এলাকায় সর্বক্ষণিক কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত