
ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সহ সারাদেশে একযোগে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প-এর ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, সহযোগিতায় রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ সকাল ১০ ঘটিকায় রাজধানী ঢাকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল ও সভাপতিত্ব করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১),যুব উন্নয়ন অধিদপ্তর।
প্রধান অতিথির বক্তব্য ড. আসিফ নজরুল বলেন, প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৭ হাজার ২০০ জন প্রশিক্ষনাথী প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। তিনি আরও বলেন, আমার অধিদপ্তরের সকলের সাথে বসে আরো বড় পরিসরে এ কার্যক্রম প্রয়োজনীয়তার কথা তুলে বলেন, ১৭হাজার নয়,১৭ লাখ তরুণ -তরুণীকে প্রশিক্ষণের আওতায় আনা উচিত, যাতে দেশে বেকারত্বের হার কমে গিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কর্মকার, সহকারী পরিচালক সাদিকুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্রাঞ্চের কো-অর্ডিনেটর এস -এম আব্দুল্লাহ, সহকারী কো-অর্ডিনেটর নাফিস ইসলাম, প্রশিক্ষক জাকির হোসেন, প্রশিক্ষক জেমস, প্রশিক্ষক ফাহিম ও প্রশিক্ষক মোসাদ্দিকুর সহ ৫ম ব্যাচের ৭৫জন প্রশিক্ষণাথী।
প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে। অতিথিরা বলেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং “তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।