1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবাইদুল সম্পাদক-সোহেল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং  (৫ম) ব্যাচের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে এরফান  ব্রান্ডের পন্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তল ও গোলাবারুদ জব্দ এই পরিপেক্ষিতে সংবাদ সম্মেলন  নবাবগঞ্জ সরকারি কলেজে ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ 

চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে  কর্মশালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
জেলা পর্যায়ে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার (১০ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেন্টস, প্রত্যাশা-০২ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ এ সময় তিনি বলেন, “রেফারেল মেকানিজম বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেবার তালিকা প্রস্তুত করে বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”তিনি আরও বলেন, বিদেশগামীদের বিদেশে কী করা উচিত এবং কী করা উচিত নয় তা বোঝানো জরুরি, এবং কোনো প্রকল্প শেষ হলেও বিদেশফেরতদের সেবা যেন বন্ধ না হয়—সে বিষয়ে সরকারকে নেতৃত্ব দিতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় রেফারেল সার্ভিস কার্যকারিতা বিষয়ে জেলা পর্যায়ের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক বলেন, “বিদেশ যাওয়ার সময় প্রতারণার ঝুঁকি কমাতে টাকা-পয়সা লেনদেনে সতর্কতা অত্যন্ত জরুরি।
”অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অখলাক-উজ-জামান।
কর্মশালায় বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ ও রেফারেল মেকানিজম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ শামসুজ্জামান।
স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন—সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিগণ, প্রবাসবন্ধু ফোরামের সদস্যবৃন্দ, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবার।বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম।
ব্র্যাক ২০০৬ সাল থেকে মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ অভিবাসন, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট