1. live@crimesangbad.com : - : -
  2. info@www.crimesangbad.com : ক্রাইম সংবাদ :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবাইদুল সম্পাদক-সোহেল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ  চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং  (৫ম) ব্যাচের শুভ উদ্বোধন  চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে এরফান  ব্রান্ডের পন্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তল ও গোলাবারুদ জব্দ এই পরিপেক্ষিতে সংবাদ সম্মেলন  নবাবগঞ্জ সরকারি কলেজে ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ 

ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ২২ বিলিয়ন ডলার

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

চলতি বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহে রেকর্ডসংশ্লিষ্ট অগ্রগতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এক মাসেই দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড় হিসেবে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলারের বেশি।

গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে ৩৪.৬০ শতাংশ। অর্থবছরের প্রথম ১০ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৪২ কোটি ডলার বা ২৮.৩৪ শতাংশ বেশি। এই পরিমাণ আগের অর্থবছরের পুরো সময়ের মোট রেমিট্যান্সকেও ছাড়িয়ে গেছে।

এপ্রিলে প্রাপ্ত রেমিট্যান্স একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের মার্চে—৩২৯ কোটি ডলার। তৃতীয় সর্বোচ্চ ছিল গত বছরের ডিসেম্বর, ২৬৪ কোটি ডলার।

শুধু রেমিট্যান্স নয়, রপ্তানি আয়েও এসেছে ইতিবাচক বার্তা। চলতি সময়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশের বেশি। ফলে দীর্ঘ ২০ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২২ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে গেছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলারে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স ও রপ্তানির প্রবৃদ্ধির প্রভাবে ডলার সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে দেশ। ডলার বিনিময় হার এখন স্থিতিশীল—১২২ টাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছে। এ কারণে আমদানি ও বিদেশ ভ্রমণসহ নানা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত আমদানিতে ৫.৩৩ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

অবশ্য বিদেশি বিনিয়োগ কমেছে এবং আইএমএফের ঋণের কিস্তি না আসার পরও রিজার্ভ বাড়ছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

দেশবাসী ও অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থা ফিরবে।

আপনি চাইলে এই নিউজটির জন্য একটি ক্যাচি শিরোনাম বা ফেসবুক পোস্টও তৈরি করে দিতে পারি। সেটা কি দরকার?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট